
মোঃ বাবর আলী, নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “Face The People” নামের একটি নামসর্বস্ব পেজে নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নামে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক লিখিত প্রতিবাদ লিপিতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “Face The People” নামের ফেসবুক আইডি বা পেজটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই কনটেন্টে যাদের বক্তব্য প্রকাশ করা হয়েছে, তারা একটি পক্ষের হয়ে রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টা করেছে।
তিনি বলেন, ভিডিও কনটেন্টে মিথ্যাভাবে প্রচার করা হয়েছে যে তিনি নাকি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তাদের কর্মীদের পদ দিয়েছেন। কিন্তু বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। বরং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে এবং কালিয়া পৌর এলাকায় তার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল—যা প্রমাণ করে তিনি কখনোই আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করেননি।
প্রতিবাদ লিপিতে তিনি আরও উল্লেখ করেন, ফেসবুকে প্রচারিত ওই ভিডিওতে কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আট বছরের শিশু সুফিয়া হত্যাকাণ্ড সম্পর্কেও ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ঘটনা হলো—শিশু আসিয়া, ইটভাটা শ্রমিক আকতার মুন্সির কন্যা, ভাত দিতে যাওয়ার পথে কাঞ্চনপুর এলাকা থেকে নিখোঁজ হয়। পরে মাওলি ইউনিয়নের ইসলামপুর এলাকার নদী থেকে বড়দিয়া নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
বিশ্বাস জাহাঙ্গীর আলম আরও বলেন, রফিকুল হত্যাসহ যে ঘটনাগুলোর কথা ওই কনটেন্টে বলা হয়েছে, সেগুলো স্থানীয় আধিপত্য ও ব্যক্তিগত বিরোধের কারণে সংঘটিত, যার সঙ্গে বিএনপি বা তার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও জানান, বিএনপি নেতা সম্রাটের ওপর হামলার ঘটনাতেও তার কিংবা তার নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। কনটেন্ট নির্মাতারা ভিউ ও জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
প্রতিবাদ লিপিতে বিশ্বাস জাহাঙ্গীর আলম আরও বলেন, কালিয়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একটি দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগে তদন্ত শেষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশে বহিষ্কৃত হন। ওই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি আওয়ামী লীগের একটি পক্ষের সহযোগিতায় এই অপপ্রচারমূলক কনটেন্ট তৈরিতে সহায়তা করেছেন।
এমনকি বহিষ্কৃত নেতা সেলিম রেজা ইউসুফের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের অনুসারীদের মামলা থেকে বাঁচাতে ফোনালাপের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে।
বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, “এই মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত কনটেন্টের মাধ্যমে আমার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
আপনার মতামত লিখুন :