PathokBarta Logo
Feature Image

শত কোটি টাকার প্রতারনা চক্রের মূলহোতা জোছনা গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি:

লোভনীয় বেতনের চাকরি দেখিয়ে ইতালিতে পাঠানো এবং সরকারি গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেয়ার নামে শত কোটি টাকা প্রতারণার অভিযোগে জোছনা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে (সিআইডি) ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সিআইডির একটি টিম।

 

গ্রেপ্তারকৃত জোছনা খাতুনের বাড়ি নড়াইল জেলার দলজিৎপুর গ্রামে। তিনি পল্টন থানার মামলা নং-০৮ এজাহারনামীয় ১ নম্বর আসামি। মামলাটি দায়ের করা হয়েছে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায়।

এর মধ্যে এ চক্রের আরেক সক্রিয় সদস্য ফরিদপুরের সালতা উপজেলার মিলন মিয়াকে (৪২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

 

তদন্ত সূত্রে জানা গেছে, প্রথমে বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখানো হতো। এরপর ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা নেয়া হতো। কিন্তু প্রকৃত ভিসার বদলে দেয়া হতো ভুয়া ভিসা। অনেক সময় ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে ভয়ভীতি দেখানো ও হয়রানি করাও ছিল চক্রটির কৌশল।

 

এ প্রতারক চক্রটির নেটওয়ার্ক রাজধানী ছাড়াও ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত। ইতোমধ্যে প্রায় শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোছনা খাতুন প্রতারণার কথা স্বীকার করেছে। পাশাপাশি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের দায়ও মেনে নিয়েছে। এছাড়া মাদক কারবারিদের সাথে তার সম্পৃক্ততার তথ্যও পেয়েছে সিআইডি।

বর্তমানে মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সিআইডি বলছে, চক্রটির অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 
তারিখ: 23 Sep 2025 | সময়: 20:16