PathokBarta Logo
Feature Image

নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে স্কাউট-গাইডদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:

আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনকে সামনে রেখে নড়াইলে স্কুল পর্যায়ের স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মিজ নাসিমা খাতুন। টাইফয়েড টিকাদান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ জেলার তিন উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা।

কর্মশালায় টাইফয়েড টিকা কর্মসূচিকে সফল ও কার্যকর করতে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা হয়। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। জেলার ৯ থেকে ১৪ বছর বয়সী প্রায় ২ লাখ ১৪ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা হবে, যার মধ্যে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ের।

তারিখ: 24 Sep 2025 | সময়: 17:57