PathokBarta Logo
Feature Image

চেতনানাশকে নড়াইলের গার্মেন্টস ব্যবসায়ীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি: 

নড়াইলের লোহাগড়া উপজেলার ব্রাহ্মণডাঙ্গা বাজারের এক গার্মেন্টস ব্যবসায়ীকে চেতনানাশক খাইয়ে টাকা ছিনিয়ে নিয়েছে প্রতারকচক্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞান অবস্থায় চিকিৎসাকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মোকলেচুর রহমান (৪০) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের মৃত আব্দুল মান্নান মোল্যার ছেলে।

জানাগেছে, মোকলেচুর রহমান দীর্ঘদিন ধরে ব্রাহ্মণডাঙ্গা বাজারে গার্মেন্টস, সিট কাপড়সহ বিকাশ ও নগদের ব্যবসা করতেন। তার দোকানের নাম ভাই ভাই গার্মেন্টস। মোকলেচুর রহমানের ভাগ্নে সাদিয়ার রহমান জানান, মোকলেচ বৃহস্পতিবার সকালে গার্মেন্সের মামামাল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে রাজধানী ঢাকায় যান। যাত্রাবাড়ী
পৌছালে অজ্ঞানপার্টির সদস্যরা মোকলেচুরের সাথে সখ্যতা গড়ে তুলে তাকে খাবারের সাথে চেতনানাশক কিছু খাওয়ায়। অসুস্থ্য অবস্থায় পথচারীরা মোকলেচকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের (হান্দলা) সদস্য মোঃ আকছির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক চক্র মোকলেচুরকে অজ্ঞান করে তার কাছে থাকা কিছু টাকা নিয়ে গেছে। তবে কত টাকা খোয়া গেছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করলে বাড়িতে নিয়ে আসা হবে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘লোহাগড়া উপজেলার বাসিন্দা হলেও যেহেতু ঘটনাটি ঢাকায় ঘটেছে। সে কারনে সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে মামলা রুজু হবে।’ এদিকে মোকলেচের এমন মৃত্যুতে তার পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ব্রাহ্মণডাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান জানান, মোকলেচুর রহমান অত্যান্ত ভাল মানুষ চিলেন। সর্বদা হাসিখুশি ও সদালাপী ছিলেন। তার আচরণে ক্রেতাসহ সাধারণ মানুষ অত্যান্ত সন্তোষ্ট ছিলেন। ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। 

তারিখ: 25 Sep 2025 | সময়: 19:47