নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কয়েকটি পুজামন্ডব পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো ফিরোজ সরকার। ১ অক্টোবর (বুধবার) দুপুরে তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে নড়াইল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামন্ডপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মন্ডপগুলোর অবকাঠামো, ভক্ত ও দর্শনার্থীদের আগমন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি জেলা প্রশাসনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় তার সঙ্গী ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না,পুজা উদযাপন পরিষদের সভাপতি অন্ন ঘোষ,পূজা উদযাপন ফ্রন্টের সাধারন সম্পাদক মিলন ঘোষ প্রমুখ।
এ সময় তিনি বলেন, “নড়াইলে সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার পরিবেশ বজায় থাকে। আমরা দেখেছি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন অত্যন্ত সুচারুভাবে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।