নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে ইজারার মাধ্যমে টার্মিনাল কর্তৃপক্ষ টোল আদায় করে আসছিল। তবে সম্প্রতি নিয়ম বর্হিভূতভাবে নড়াইল বাস টার্মিনালের পাশ দিয়ে যশোর-ঢাকা মহাসড়কে চলাচলকারী সকল যানবাহন বাস, ট্রাক, মিনিবাস, পিকআপসহ অন্যান্য পরিবহন থেকে অবৈধভাবে টোল আদায় শুরু হয়। এতে সাধারণ চালক ও যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়।
গোপন সংবাদ এর ভিত্তিতে গত ০১ অক্টোবর ২০২৫ তারিখে নড়াইল সদর আর্মি ক্যাম্পে এর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করে। পরে তারা টার্মিনালের আশপাশে পরিচালিত অবৈধ টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে। সেনাবাহিনীর পদক্ষেপের ফলে সাধারন মানুষ অবৈধ টোলের চাপ থেকে মুক্তি পেয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। পাশাপাশি জনগনের আস্থা ও স্বস্তি বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
স্থানীয়দের ভাষ্য “সেনাবাহিনীর এরকম কার্যক্রমে এলাকাবাসীর ভোগান্তি কমেছে এবং জনগনের আস্থা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। এই কারনে সেনাবাহিনী স্থানীয়দের নিকট গভীর প্রশংসা অর্জন করেছে।”