নড়াইল প্রতিনিধি:
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা শিবিরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিনামুল্যে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টায় ভিক্টোরিয়া কলেজ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ শাখা শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন।
এ সময় নড়াইল জেলা শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন বলেন, নোয়াখালীতে ছাত্রশিবিরের দারসূল কুরআন প্রতিযোগিতায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরাও নড়াইলে কুরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো: রবিউল ইসলাম বলেন একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কুরআনের জ্ঞান অর্জন করাও জরুরি বলে আমি মনে করি। ভিক্টোরিয়া কলেজ ছাত্র শিবিরের এই আয়োজনকে আমি সাধুবাদ জানায়।