PathokBarta Logo
Feature Image

নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ হত্যার এজাহারভুক্ত আসামি নান্নু আটক

নড়াইল (কালিয়া) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা হত্যার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান নান্নু খাঁন কে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

গত রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের মেয়ে জামাই বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক আসাদুজ্জামান নান্নু শুক্তগ্রাম এর মৃত রাহেন খানের ছেলে।

স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানাকে একই গ্রামের অলাখিন খানের ছেলে সুজনের সাথে মাসুদ রানার ভাতিজা বাদলের সঙ্গে একটি পুরাতন মোবাইল ফোন করে বিক্রয়কে কেন্দ্র করে মারামারি সূত্র ধরে গত সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টার উপজেলার শুক্তগ্রাম কবরস্থানের পাশ থেকে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাতে নিহত মাসুদ রানার ভাই বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৪-৫ নামে একটি হত্যা মামলা দায়ের করে।

আসামি আটকের বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানার ভাই গতরাতে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এর পরেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এক আসামিকে আটক করা হয়। আটক আসামিকে নড়াইল কোর্টে প্রেরণ করা হয়েছে।

তারিখ: 30 Oct 2025 | সময়: 13:36