পাঠক প্রবাহ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নড়াইল জেলা শাখার অধীন নড়াইল সদর উপজেলা, লোহাগড়া উপজেলা, কালিয়া উপজেলা, নড়াগাতী থানা, নড়াইল পৌর, লোহাগড়া পৌর ও কালিয়া পৌর শাখার ছাত্রদল কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অচিরেই উক্ত ৭টি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।
নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান (সনি) যৌথভাবে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক গতিশীলতা ও নেতৃত্বে নবপ্রাণ সঞ্চারের লক্ষ্যে বিলুপ্ত কমিটিগুলোর স্থলে নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।