PathokBarta Logo
Feature Image

নড়াইলে স্কুল অব সায়েন্সের শুভ উদ্বোধন ও এডমিশন ওপেনিং অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:
 
“প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন ও চ্যালেঞ্জ গ্রহণে প্রত্যয়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে স্কুল অব সায়েন্সের শুভ উদ্বোধন ও এডমিশন ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় নড়াইল শহরের ভওয়াখালী এলাকায় অবস্থিত নার্সিং কলেজের সামনে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. রবিউল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পিএসসি, জি কর্ণেল (অব.) জেড আর আশরাফ উদ্দিন। 
 
বিশেষ অতিথি ছিলেন ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. কালাম হোসাইন, আল-কুবা ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যান আতাউর রহমান বাচ্চু, স্কুল অব সায়েন্সের প্রধান নির্বাহী এস এম শাহজাহান সিরাজ, স্কুল অব সায়েন্স প্রিন্সিপাল সাইফুল আব্দার। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  স্কুল অব সায়েন্সের সভাপতি জাকির হোসেন।
 
বক্তারা বলেন, আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে স্কুল অব সায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নড়াইলের শিক্ষার্থীদের জন্য এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তারিখ: 08 Nov 2025 | সময়: 16:03