PathokBarta Logo
Feature Image

নড়াইলে জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

 
নড়াইল প্রতিনিধি:
 
নড়াইলে জেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
 
সভায় মানবপাচার প্রতিরোধে জেলার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে মানবপাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
তারিখ: 09 Nov 2025 | সময়: 17:06