পাঠক প্রবাহ ডেস্কঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার ০৯ নভেম্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটদের বদলি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান-কে বদলি করে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মোহাম্মদ আব্দুল ছালাম-কে নড়াইলের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে ০৯ নভেম্বর ২০২৫ তারিখে জারি করা এই প্রজ্ঞাপনে মোট ১৪ জন কর্মকর্তার বদলি ও পদায়ন করা হয়।
এ বদলির মাধ্যমে নড়াইল জেলা প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, নতুন জেলা প্রশাসক যোগ দিলে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।