PathokBarta Logo
Feature Image

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:
 
বদলিজনিত কারণে নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হোসনে আরা তান্নি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সর্বস্তরের সুধীজন।
 
বক্তারা বিদায়ী জেলা প্রশাসকের কর্মদক্ষতা, সততা, মানবিকতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, দায়িত্ব পালনকালে শারমিন আক্তার জাহান নড়াইলকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
 
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। বিদায়ের মুহূর্তে জেলা প্রশাসন চত্বর জুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ, কান্নায় ভারি হয়ে ওঠে উপস্থিত সকলের হৃদয়।
তারিখ: 11 Nov 2025 | সময়: 17:42