নড়াইল (ক্যাম্পাস) প্রতিনিধি:
দিনব্যাপী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ (নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের সভাপতি ওয়াকিবুজ্জামান অভি, নড়াইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদ, রোমান শেখ ও তানভীর শিকদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজ সেক্রেটারী আমির হামজাসহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে প্রায় ১২০০ জনকে গাইনোকোলজি, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্লাড টেস্ট সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবাও দেওয়া হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণকারীদের সেবা প্রদান করেন। আয়োজকরা জানান, মানবসেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজকদের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।