PathokBarta Logo
Feature Image

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত

নড়াইল প্রতিনিধিঃ

“কর্মস্থলে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিকস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে  শুক্রবার  (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের  আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের নড়া্ইল এর সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ আ ফ ম মশিউর রহমান বাবু। সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড: এস এম আব্দুল হক।

এ সময় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ দীপ বিশ্বাস, ডাঃ স্মৃতিকণা সরকার, ডাঃ দীপঙ্কার বিশ্বাস, মোঃ কামরুজ্জামান কামরুল। 

আয়োজক প্রতিষ্ঠান জানায়, ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। দিনব্যাপী স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ফ্রি স্ক্রিনিং কার্যক্রমও পরিচালনা করা হয় বলে জানা গেছে।

তারিখ: 14 Nov 2025 | সময়: 13:03