নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ জিহাদ আলী। স্বাগত বক্তব্য দেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা।
অন্যদের মধ্যে বক্তব্য দেন-বিদ্যালয়ের সভাপতি শাহ আলী সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজাসহ অনেকে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :