ব্রেকিং নিউজ :

নদীর তীব্র ভাঙ্গন থেকে নড়াইলের চাচই ধানাইড সড়কটি রক্ষায় কাজ করছে কতৃপক্ষ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন | ২৬
নদীর তীব্র ভাঙ্গন থেকে নড়াইলের চাচই ধানাইড সড়কটি রক্ষায় কাজ করছে কতৃপক্ষ

নড়াইল প্রতিনিধি:

মধুমতির নদীর তীব্র ভাঙ্গনের মুখে পড়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড সড়কটি। নদী ভাঙ্গন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোড। দ্রুত কাজ করায় কমছে ভাঙ্গনের তীব্রতা। তবে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।

সরেজমিন পরিদর্শন করে জানা যায়, সম্প্রতি মধুমতি নদীর পাড়ের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড সড়কটি তীব্র ভাঙ্গনের মুখে পড়ে। হঠাৎ ভাঙ্গনে বিলীন হয়ে যায় সড়কে বেশ কিছু অংশ। তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন করা হয়।

ধানাইড গ্রামের আব্দুর রহমান সাংবাদিকদের জানান, হঠাৎ করে তীব্র নদী ভাঙ্গনের আমাদের চাচই ধানাইড সড়কটি বিলীন হয়ে যেতে বসেছে। আমরা খুব ঝুকির মধ্যে আছি। তবে পানি উন্নয়ন বোর্ড জরুরিভাবে বালুর বস্তা ফেলায় ভাঙ্গন কমে আসছে বলে মনে হচ্ছে ।

একই গ্রামের কামরুল হাসান বলেন, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। তবে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা বলেন, ধানাইড এলাকাটি নদী ভাঙ্গনের জন্য অত্যন্ত ঝুকিপূর্ন। রাস্তাসহ জনগুরুত্বপূর্ন এলাকায় ভাঙ্গন দেখা দেয়ার সাথে সাথে জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে। এ ছাড়া এলাকায় নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করা হয়েছে।